পাকিস্তানে সরকারি একটি গাড়ি লক্ষ্য করে হামলায় একজন সহকারী কমিশনারসহ কমপক্ষে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক সংবাদমাধ্যম ডন-কে বলেন, খার তহসিলের
সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নওয়াগাই রোডে ওই গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু করা গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।’
এ বিস্ফোরণে আহত ১১ জনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খার জেলা সদর দফতর (ডিএইচকিউ) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডিপিও।
নিহতদের মধ্যে নওয়াগাই সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ রয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: দ্য ডন
TM By : SOMOY TV

0 Comments